শুরুটা ছিল নভেম্বর মাসে ২০১৫ তে আমার এক ভ্রমন পাগল বন্ধু আরিফ এর চাপাচাপিতে । মন তেমন একটা সুবিধাজনক অবস্থায় নেই ,বন্ধুর ভাষ্য মতে যদি একটা এডভেঞ্চার করে আসি বান্দরবান থেকে তবে সব ঠিকঠাক হয়ে যাবে।
এরই ভেতর আরো ছয় জন আমাদের সাথে যোগ দিলো। এই আট জন এর ভেতর শুধু দুই জন এর পুর্বাভিজ্ঞতা আছে, আরবন্ধু আরিফ এর অভিজ্ঞতা একটু বেশি তাই পুরো দলের ভার তার ঘারে চাপিয়ে দেয়া হলো । সময় ১০:৩০ মিন . ১৬জানুয়ারি ২০১৬ আমরা সবাই বাস কাউন্টারে এসে হাজির হলাম শুধু একজন তখনো এসে পৌছায় নাই ........
তখন ঘড়িতে ১০ বেজে গেছে , ক্রমশ চিন্তা গুলো জটিল হতে শুরু করলো । আর ক্রমাগত ফোন কল যেন নিয়ামক হিসাবে কাজ করতে শুরু করলো । হ্যা যে তখনও বাস কাউন্টারে পৌছায় নাই সে আর কেউ না, আমি নিজে । আমি তখন মিরপুর ১২ তে বাস এ উঠেছি রাসেল স্কোয়ার এর উদ্দেশ্যে ,একরকম ভয় নিয়ে হয়ত বাসটা আমাকে না নিয়ে চলে যাবে । শেষ-মেষ নির্ধারিত সময় এর ৫-৬ মিনিট এর আগেই আমি বাস ধরেছিলাম । তার পর প্রতিক্ষিত সেই যাত্রার শুরু । বাকি গল্পটা ছবিতেই পড়তে পারবেন সবাই।
কিভাবে যাবেন ??
রাস্তাঃ বান্দারবান থেকে থানচি সেখান থেকে বোটে যাবেন তারপর নৈস্বর্গিক পথ ধরে হাটতে হবে তারপর আমরা থমেছিলাম থুয়সা পাড়া তে, তারপর আমিয়াখুম ।নাফাখুম ঝর্না ।
কিভাবে জাবেন ??
প্রথমে বান্দরবান > চান্দের গাড়িতে থানচি যাবেন> Guide association থেকে Guide নিতে হবে। বাকি Permission নেয়ার কাজ ওরাই করবে >তারপর নৌকায় রেমাখরি বাজার যেতে হবে > তারপর পায়ে হেটে ১ ঘন্টা থেকে ১:৩০ ঘণ্টা হাটলেই চলে আসবেন অদেখা স্বর্গে (নাফাখুম)লেখা ও ছবিঃ Amman Hossain
No comments:
Post a Comment