Word ও Sentence :
আজ ইংরেজী বিষয়ের প্রথম লেকচারে English Grammar এর কিছু Basic বিষয় নিয়ে আলোচনা করব। তবে এর মধ্যে Verb নিয়েই বেশি আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক...কয়েকটি Letter নিয়ে যেমন একটি Word তৈরি হয়, ঠিক তেমনি কয়েকটি Word নিয়ে একটি Sentence তৈরি হয়। যেমন -A, B, C, ......H, I, ... P, Q, R, ...... X, Y, Z মানে A থেকে Z পর্যন্ত সবগুলোই এক একটি Letter বা বর্ণ । কিন্তু "Good" একটি Word বা শব্দ। এখানে G, O, O, D এই আলাদা আলাদা Letter গুলো কে এক সাথে বসিয়ে একটি শব্দ বা Word তৈরি করা হয়েছে।
একই ভাবে কয়েকটি আলাদা আলাদা শব্দকে এক সাথে বসিয়ে একটি বাক্য বা Sentence তৈরি করা হয়। যেমন - He is a good boy. আশা করি বুঝতে আর কোন সমস্যা নেই।
এই বিষয়গুলো নিয়ে আর কিছু বলার মতো তেমন প্রয়োজন বোধ করছি না। আমরা সবাই এই বিষয়ে কম-বেশি জানি। তবুও কারো যদি কোন সমস্যা থেকে থাকে আমাকে জানাতে একটুও ইতস্তত বোধ করবেন না।
এবার আসি Verb-এ। Verb কি?
যা দিয়ে বা যে Word দিয়ে কোন কাজ করা বোঝায়, তাই Verb. যেমন - Do, Drive, Eat ইত্যাদি।উপরের উদাহরণ গুলোর দিকে লক্ষ্য করি। এখানে Do শব্দটির অর্থই হচ্ছে 'করা' - এটি একটি Verb ।
আবার Drive শব্দটির অর্থ হচ্ছে 'চালনা করা' - এখানে Drive শব্দটি আরও একটি Verb । ধরুন কোন একজন ব্যক্তি গাড়ি চালায়, সে যে গাড়িটি চালাচ্ছেন এটি তার একটি কাজ। এভাবে খাওয়া, যাওয়া, ঘুমানো, গোসল করা, খেলা করা ইত্যাদি শব্দগুলো দিয়ে কাজ করা বোঝায়। ইংরেজি ভাষায় এই রকম হাজারো Word আছে, যেগুলো দিয়ে কাজ করা বোঝায়। ওই Word গুলোই Verb । আসুন আরও কিছু উদাহরণ দেখি -
Go, Come, Read, Write, Play, Run, Take, Walk, Thing, Drink, See, Listen, Try, Love, Work, Like, Sing, Fight, Sleep, Sit, Know, Tell, Sell, Buy etc.
উপরের সবগুলো শব্দই এক একটি Verb । মনে রাখবেন Verb ছাড়া কোন Sentence সম্পন্ন হয় না। আপনি মনে মনে একটি Sentence তৈরি করুন। দেখবেন Sentence টির মধ্যে Verb আছে। উদাহরণ -
I go to school.
Please come here.
He reads a book.
He is a good boy.
I am not a good boy.
You are a pretty girl.
উদাহরণের শেষের ৩ টি Sentence লক্ষ্য করুন -
কি ভাবছেন? শেষের ৩ টি বাক্যে কোন শব্দের নীচে Underline করা নেই। ঠিকই ধরেছেন। তার মানে এখানে কোন Verb নেই? কিন্তু একটু আগে তো বলেছি Verb না থাকলে Sentence সম্পন্ন হয় না। তার মানে কি Sentence টি ভুল?
না, Sentence টি ঠিকই আছে আর এখানে Verb ও আছে। তবে মুল Verb নেই, এখানে সাহায্যকারী Verb আছে। প্রথম Sentence-এ সাহায্যকারী Verb- "is" , দ্বিতীয় Sentence-এ "am" এবং তৃতীয় Sentence-এ "are"
প্রশ্ন হল সাহায্যকারী Verb টা আবার কোথা থেকে এলো?
হ্যা, Indefinite Tense এর কোন Sentence এ যদি মুল Verb না থাকে, সেই Sentence টি কে সম্পন্ন করার জন্য সাহায্যকারী Verb এর সাহায্য নিতে হয়। am, is, are, was, were ইত্যাদি কে সাহায্যকারী Verb বলা হয়।
আরেকটি কথা বলে রাখি, শুরুতে যে Verb গুলোর উদাহরণ দিয়েছিলাম সেগুলোই মূল Verb (Go, Come, Read ইত্যাদি) ।
এখন নিশ্চয়ই মাথায় আরও একটা প্রশ্ন ঘুরঘুর করছে যে, Indefinite Tense কি?
এটি নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নেই। আর ভয় পাওয়ারও কোন কারণ নেই। এটি খুবই সহজ ব্যপার। আমারা Tense নিয়ে যেদিন আলোচনা করব সেদিন সব বুঝে যাবেন ইনশাল্লাহ।
ভাল থাকবেন সবাই, আল্লাহ্ হাফেজ।
No comments:
Post a Comment