যা যা করতে হবেঃ
আই ডি কার্ডের জন্য যখন আবেদন করেছেন, তখন আপনাকে একটি রশিদ দিয়েছে। ঐ রশিদে ফরম নম্বর দেয়া আছে। ঐ নম্বরটি লাগবে। নিচের ছবি টি লক্ষ্য করুনঃ
আপনার ফরম নম্বর ও জন্ম তারিখ সঠিক ভাবে এন্ট্রি করুন এবং ক্যাপচা টি এন্ট্রি করুন। সব শেষে "ভোটার তথ্য দেখুন" বাটনে ক্লিক করুন। তাহলেই পেয়ে যাবেন আপনার এন আই ডি নম্বর টি।
আপনার এন আই ডি নম্বর টি পেতে এখানে ক্লিক করুন
এন আই ডি নম্বর টি পাওয়ার পর আপনি নির্বাচন কমিশনের এই ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন যা আপনাকে অন্যান্য তথ্য পেতে সাহায্য করবে।
রেজিস্ট্রেশন করতে "রেজিস্টার" বাটনে ক্লিক করুন। তাহলে উপরের ছবির মত একটি ফরম পাবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে ফরমটি পূরণ করুন। তাহলে অন্যান্য তথ্য গুলো পেয়ে যাবেন (যদি আপনার তথ্য গুলো ওয়েব সাইটে থাকে তাহলে পাবেন। তা না হলে পাবেন না। সবার তথ্য এখনো দেয়া হয়নি)।
এন আই ডি কার্ডের PDF ফাইল ডাউনলোড করতে "পরিচয় বিবরণী" বাটনে ক্লিক করুন।
পোস্টটি আপনার উপকারে আসলে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। ধন্যবাদ।
No comments:
Post a Comment