Wednesday, February 3, 2016

ক্যামেরা (Camera)



Photography করতে হলে যেহেতু সবার আগে একটা Camera প্রয়োজন, তাই আজ Photography সংক্রান্ত প্রথম লেকচারে Camera নিয়েই আলোচনা করব।
আগেই বলে রাখি, আমিও খুব কম জানি। তবে যতটুকু জানি, তার মধ্য থেকেই বোঝানোর চেষ্টা করব। ভুলগুলো ক্ষমা সুলভ দৃশটিতে দেখবেন। তাহলে শুরু করা যাক...
বর্তমান সময়ে বিভিন্ন প্রকারের Camera ব্যাবহার করা হয়। যেমন-
Compact digital camera
Ultra compact digital camera
Advanced digital camera
Digital single lens reflex camera
 তবে Photographer রা DSLR Camera-কেই প্রাধান্য দিয়ে থাকেন। তাই আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে DSLR (Digital Single Lens Reflex) Camera
তবে তার আগে আমরা একটু পেছনে ফিরে তাকাই। এই ডিজিটাল যুগের আগে ছিল SLR (Single lens reflex) এর যুগ। যাকে আমরা ফিল্ম   ক্যামেরা বলে থাকি। আমরা অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানি। আগে এই ফিল্ম   ব্যবহার করেই ছবি তোলা হতো।এই ফিল্মে  র উপর যে আলো পরতো সেটিই সে ধারন করে নিতো। এখন প্রশ্ন হচ্ছে,এই আলো কোথা থেকে আসতো আর কিভাবেইবা ফিল্মে  র উপর পরতো?
একটা ক্যামেরার প্রধান দুইটি অংশ। ১। বডি (Body)    ২। লেন্স (Lens)
এই Body অংশেই ফিল্ম   থাকতো আর Lens দিয়ে আলো বডিতে প্রবেশ করতো। যে দৃশ্যের আলো লেন্স দিয়ে প্রবেশ করে ফিল্মে  র উপর পরতো সেই দৃশ্যটিই আমরা ছবি আকারে দেখতে পেতাম।

 এখন সবকিছু একই রকম আছে,শুধু ফিল্ম   এর জায়গায় ডিজিটাল সেন্সর এসেছে। ছবি তোলার সময় ক্যামেরার ভিউ-ফাইন্ডারে (যেখানে চোখ দিয়ে ছবি তোলার আগে বিষয়বস্তু দেখা হয়) দৃশ্যের যতটুকু অংশ দেখা যায়, শাটার বাটনে ক্লিক করার পর ততটুকু অংশের আলো সেন্সরে এসে জমা হয় মানে সেই অংশটির ছবি আমরা দেখতে পাই।
আগেই বলেছি এই সেন্সরটি থাকে বডি অংশে। এই সেন্সরের উপর নির্ভর করে বডি কে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ Full frame body এবং Crop body
ফুলফ্রেম বডি কে ৩৫ মিমি ধরা হয় যার প্রকৃত মাত্রা 36X24mm । আর ক্রপ বডি ৩৫ মিমি এর চেয়ে ছোট বিভিন্ন মাপের হয়ে থাকে। ফুলফ্রেম বডি তইরীতে অনেক খরচ হয়,তাই বাজারে এর মূল্যও অনেক বেশি। এর ফলে ক্রপ বডির চাহিদাই একটু বেশি। আসুন দেখে নেই ফুলফ্রেম এবং ক্রপ এর মধ্যে পার্থক্য কোথায়।

খুব সহজ করে বলতে গেলে ফুলফ্রেমের সেন্সরটা বড় হয় আর ক্রপের সেন্সর ছোট। যার কারণে ফুলফ্রেমের ছবির বিস্তর বড় হয় মানে ক্রপ বডি যতটুকু অংশ নিয়ে ছবি ধারন করতে পারে ফুলফ্রেম তার চেয়ে বেশি অংশ নিয়ে ছবি ধারন করতে পারে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা Photography তে তেমন কোন প্রভাব ফেলে না। অনেক বড় বড় ফটোগ্রাফারেরা ক্রপ বডি ব্যবহার করেন। আমি নিজেও ক্রপ বডি ব্যবহার করি (আমি কিন্তু বড় ফটোগ্রাফার নই)। ছবিটি লক্ষ্য করুন


ছবি ধারনের প্রক্রিয়াঃ

এই অংশের শুরুতে একটু লেন্স নিয়ে কথা বলি। লেন্স হল ক্যমেরার চোখ, যা দিয়ে ক্যমেরা দেখতে পায়। আমরা যেই বস্তুর বা দৃশ্যের ছবি তুলবো, ক্যমেরা লেন্সের মাধ্যমেই ওই বস্তুটি কে দেখে। ক্যমেরার সেন্সরের সামনে সবসময় একটা পর্দা থাকে, যা সেন্সরকে ঢেকে রাখে। যার ফলে সেন্সরে কোন আলো পরে না। আমরা যখন ছবি তোলার উদ্দেশ্যে শাটার বাটনে ক্লিক করি ওই পর্দাটা কিছু সময়ের জন্য সরে যায়। ওই সময়টি তে লেন্স যেদিকে তাক করা থাকে, সেন্সরে ওই দৃশ্যের আলো পরে অর্থাৎ আমরা ওই দৃশ্যটিকেই ছবি হিসেবে দেখতে পাই।

আজ এ পর্যন্তই। আজকে লেন্স নিয়ে আর বেশি আলোচনা করলাম না। শুধু লেন্স নিয়েই পরে আর একদিন লিখবো। কোন কিছু না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করুন। সাধ্য মতো চেষ্টা করব। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফেয।

No comments:

Post a Comment