Saturday, February 13, 2016

ক্যামেরা লেন্স (Camera Lens)

লেন্স (Lens) কি?

আগের পর্বে বলেছি লেন্স হলো ক্যামেরার চোখ, যা দিয়ে ক্যামেরা দেখতে পায়। এটি একটি কাঁচের নল। DSLR ক্যামেরার একটি অপরিহার্য অংশ হলো লেন্স। ছবি তোলার সময় লেন্স দ্বারা মূলত তিনটি বিষয় নিয়ন্ত্রণ করা হয় -

১। ফোকাল লেংথ
২। ফোকাস
৩। এপারচার

ফোকাল লেংথ (Focal Length) কি?

বর্তমানে বিভিন্ন স্মার্ট ফোনে ছবি তোলার সময় একটি অপশন দেখা যায় - "zoom in এবং zoom out" । ক্যামেরা লেন্সের ক্ষেত্রে এটিকে ফোকাল লেংথ বলা হয়। একটি লেন্সের ফোকাল লেংথের উপর নির্ভর করে লেন্সটি কত দুরের বা কাছের ছবিকে ধারন করতে পারবে। ফোকাল লেংথ যত বেশি হবে তত দুরের বস্তুকে কাছে এনে ছবি তোলা যাবে এবং ছবিতে জায়গার পরিমাণ কম হবে। অন্যদিকে ফোকাল লেংথ কম হলে ছবিতে জায়গার পরিমান বেশি হবে অর্থাৎ ছবিটি চওড়া হবে। ফোকাল লেংথ কে মিলিমিটার দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণগুলো দেখুন
18mm ফোকাল লেংথের ছবিটি লক্ষ্য করুন। বিশাল জায়গা নিয়ে ছবিটি তোলা হয়েছে। বিশাল সবুজ মাঠ, বাঁ দিকে একটি গাছও দেখা যাচ্ছে। তবে দূরের লাল রঙের ঘরগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না।
এবার 85mm ফোকাল লেংথের ছবিটি লক্ষ্য করুন। সামনের  অনেক খানি জায়গা নেই। বাঁ দিকের গাছও অর্ধেকটা কাঁটা পরে গিয়েছে। তবে এখানে লাল রঙের ঘরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে।
এবার শেষ ছবিটি, যেটি 300mm এ তোলা হয়েছে সেটি লক্ষ্য করুন। সবকিছু কাঁটা পরে গিয়েছে। শুধু লাল রঙের একটি ঘর একদম স্পষ্ট দেখা যাচ্ছে।
তারমানে, বিভিন্ন ফোকাল লেংথে তোলা ছবিগুলোর মধ্যে তুলনা করে আমরা দেখতে পেলাম, ফোকাল লেংথ যত কম, ছবিতে জায়গার পরিমাণ তত বেশি। আর ফোকাল লেংথ বেশি হলে জায়গার পরিমাণ কম।
অনেকেই এখানে একটু এলোমেলো করে ফেলেন। ফোকাল লেংথ বেশি হলে ছবির জায়গা কমে যায়, এতে কি ছবির সাইজ ছোট হয়ে যায়? না, ছবির সাইজ নির্ভর করে আপনার সেন্সরের সাইজের উপর, ফোকাল লেংথের উপর নয়। ফোকাল লেংথ বেশি হলে, একটি ছোট বস্তুকে বড় করে পুরো সেন্সর জুড়ে দেখানো হয়।

ফোকাস (Focus) কি?

ফোকাস শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। ছবি তোলার সময় আপানার বিষয়বস্তুকে ফোকাস করতে হবে। তা না হলে আপনার বিষয়বস্তু ছবিতে স্পষ্টভাবে ধরা দিবে না। ক্যামেরা (Camera) পর্বে বলেছিলাম, লেন্স দিয়ে যে বস্তু বা দৃশ্যের আলো সেন্সরে প্রবেশ করে,তাকেই আমরা ছবি আকারে দেখতে পাই। তবে যেই বস্তু বা দৃশ্যকে আপনি ফোকাস করবেন, সেই বস্তু বা দৃশ্যের আলো ধারালভাবে সেন্সরে প্রবেশ করবে। যার ফলে ওই বস্তু বা দৃশ্যটি ফ্রেমে থাকা অন্যান্য বিষয়বস্তুর চেয়ে স্পষ্ট দেখা যাবে। নিচের ছবিটি লক্ষ্য করুন।
ছবিটি তে অনেকগুলো দাবার গুটি দেখতে পাচ্ছি। তবে একটি গুটি স্পষ্ট আর বাকিগুলো অস্পষ্ট। তারমানে যে গুটি টি স্পষ্ট, সেটির মধ্যে ফোকাস করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।

ফোকাস কিভাবে করবো?

ছবি তোলার সময় ক্যামেরার view-finder এ যখন চোখ রাখবেন, তখন ফোকাস পয়েন্ট দেখতে পাবেন। ওই পয়েন্ট টি আপনার সাবজেক্ট বা বিষয়বস্তুর উপর রাখতে হবে এবং লেন্সের ফোকাস রিং ঘুরিয়ে ঘুরিয়ে বিষয়বস্তুটিকে স্পষ্ট করতে হবে। যখন বিষয়বস্তুটি পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে, তখনি শাটার বাটন-এ ক্লিক করে ছবিটি তুলতে হবে। এটি হল ম্যানুয়্যালি ফোকাল করার উপায়। আরও একভাবে ফোকাস করা যায়, সেটিকে বলে অটো ফোকাস। এ ক্ষেত্রে ক্যামেরা নিজেই ফোকাস করবে, আপনাকে শুধু বিষয়বস্তু নির্ধারণ করে দিতে হবে অর্থাৎ সাবজেক্টের উপর ফোকাস পয়েন্ট রাখতে হবে। তবে আমি আপনাদের Recommend করবো, শেখার সময় ম্যানুয়্যালে কাজ করার জন্য।
এখানে আরও একটি কথা বলে রাখি, কোন কোন ক্যামেরা বডিতে অটো ফোকাস সিস্টেম থাকে না, সেক্ষেত্রে লেন্সে অটো ফোকাস সিস্টেম আছে কিনা, সেটি যাচাই করে লেন্স কিনতে পারেন। লেন্স অথবা বডি যেকোনো একটি তে অটো ফোকাস সিস্টেম থাকলেই চলবে।

এপারচার (APERTURE) কী?

যে বিষয়বস্তুর ছবি তোলা হচ্ছে, সেটি থেকে কতটুকু আলো সেন্সরে প্রবেশ করবে, তা এপারচারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এপারচারকে "f" দ্বারা প্রকাশ করা হয়। যেমন- f-1.4, f-2.8, f-8 ইত্যাদি।
f এর মান যত কম হবে আলো তত বেশি প্রবেশ করবে অন্যদিকে, f এর মান বেশি হলে আলো কম প্রবেশ করবে। এপারচারের পূর্ণাঙ্গ ধারনা "Exposure" পর্বে জানবো ইনশাল্লাহ।
লেন্স দিয়ে মূলত যে তিনটি বিষয়ের নিয়ন্ত্রণ করা হয়, সেগুলো সম্পর্কে অনেক কিছুই জানলাম। এবার আরও একটি বিষয় সম্পর্কে জানবো। সেটি হলো "Angle Of View"

এঙ্গেল অব ভিউ (Angle Of View) কি?

নির্দিষ্ট কোন ক্যামেরায় কোন লেন্স যত ডিগ্রি কোণে বিষয়বস্তুকে দেখে তাকে এঙ্গেল অব ভিউ বলে।এটি ফোকাল লেংথের সাথে সম্পর্কযুক্ত। ফোকাল লেংথ যত কম হবে, এঙ্গেল অব ভিউ তত বেশি হবে। আবার ফোকাল লেংথ যত বেশি হবে, এঙ্গেল অব ভিউ তত কম হবে।
প্রতিটি লেন্সে একটি নির্দিষ্ট কোণে আলো প্রবেশ করে। এই কোণ যত বড় হয়, তত বড় দৃশ্যের ছবি সেন্সরে ধরা পরে অর্থাৎ ফোকাল লেংথ কম। আর কোণ যদি ছোট হয়, ছোট দৃশ্যের ছবি পুরো সেন্সরে ধরা পরে অর্থাৎ ফোকাল লেংথ বেশি।
আশা করি বুঝতে অসুবিধা হয়নি। প্রশ্ন থাকলে জানাবেন। আল্লাহ্‌ হাফেয।
Photography সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন



No comments:

Post a Comment