Wednesday, March 16, 2016

অদেখা স্বর্গের খোঁজে ।

অদেখা অদ্ভুত এক স্বর্গের খোজে ।
শুরুটা ছিল নভেম্বর মাসে ২০১৫ তে আমার এক ভ্রমন পাগল বন্ধু আরিফ এর চাপাচাপিতে । মন তেমন একটা সুবিধাজনক অবস্থায় নেই ,বন্ধুর ভাষ্য মতে যদি একটা এডভেঞ্চার করে আসি বান্দরবান থেকে তবে সব ঠিকঠাক হয়ে যাবে।

Tuesday, March 15, 2016

প্রকৃতির সৌন্দর্য দেখে আসুন টাঙ্গুয়ার হাওড় থেকে





টাঙ্গুয়ার হাওড় হচ্ছে এমনি একটি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, যা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে কত রকমের সৌন্দর্য লুকিয়ে আছে সেখানে। দিগন্ত বিস্তৃত বিশাল হাওর, বিশাল জলরাশি, কিন্তু তা নদী বা সমুদ্রের মতো নয়, অন্য রকমের এক সৌন্দর্য।

ঘুরে আসুন ঢাকার কাছেই কেরানীগঞ্জ থেকে

ইদানীং সাইক্লিস্ট, বাইকার সহ সকল ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় উঠেছে কেরানীগঞ্জের কোনাখোলা,রুহিতপুর, রামেরকান্দা, কাজিরগাও এর পিচ ঢালা দুই পাশে গাছযুক্ত রোড গুলো, ভ্রমণকারীদের কিছুটা ক্লান্তি আর ক্ষুধা মেটাচ্ছে রুহিতপুরের গোয়ালখালীর গ্রামের ইনসার আলী খুদের ভাগা নামক দোকানটি, পাশাপাশি গ্রামটিও দেখতে খুব সুন্দর, এখন খাটি দুধের মালাই চা ও দধি পাওয়া যায়,বিকেলবেলা পুড়ি হালিম,মাটির চুলায় রান্না করা ভাঙা পোলাওর চালের খুদ, ডিম, ৫ পদের ভর্তা সহ মাত্র ৩৫টাকা।
this image is about keranigonj, Dhaka for traveling.

কিভাবে যাবেনঃ 

সাইক্লিস্ট ভাইয়েরা বাবুবাজার ব্রীজ দিয়ে কদমতলী মোড় থেকে ডান দিকে কোনাখোলা হয়ে রুহিতপুর ডিগ্রী কলেজ রোডে যাবেন, সেখান থেকে সালাম চেয়ারম্যান রোড দিয়ে গোয়াল খালীগ্রাম।অথবা পোস্তগোলা দিয়ে আব্দুল্লাহপুর রোড দিয়ে গোয়ালখালী সালাম চেয়ারম্যান মোড়,যারা সার্ভিস গাড়িতে যাবেন তারা গুলিস্তানের ফুলবাড়িয়া সুন্দরবন মার্কেট এর সামনে থেকে রুহিতপুরের জীপগাড়িতে রামের কান্দা যাবেন ভাড়া ৩০টাকা,রামেরকান্দা ডিগ্রী কলেজ থেকে রিকশায় বা অটোতে ১৫/২০টাকা ভাড়ায় গোয়ালখালী সালাম চেয়ারম্যান মোড়ের একটু সামনেই বিখ্যাত ইনসার আলীর খুদের ভাগার দোকান।ফেরার পথে মাত্র ১০টাকা ভাড়ায় খোলামোড়া থেকে লঞ্চ এ আধা ঘন্টার জার্নি করে সোয়ারী ঘাট দিয়ে আসা যায়।
লিখেছেনঃ ইসমাইল হোসাইন